32.8 C
Dhaka
Friday, July 11, 2025

শিক্ষা উপকরণ পেল ৪০ মেধাবী শিক্ষার্থী

Must read

ফিচারডেস্ক:

কুমিল্লা বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন ‘ছাত্র কল্যাণ পরিষদ’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় বাছাইকৃত ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার ইসলামপুর আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নাইমের সঞ্চালনায় ও সাইফুল ইসলাম তাওহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি আবুল বাশার, স্থানীয় সমাজসেবক ও প্রবাসীগণ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মো. জহিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এই সংগঠনের সদস্যরা কাজ করে যাচ্ছে। সমাজের উন্নয়ন ও লেখাপড়ার মান উন্নয়নে এমন সংগঠনকে সহযোগিতা করার কোনো বিকল্প নেই। পাশাপাশি যারা এ সংগঠনের দায়িত্ব পালন করছে, তাদেরকে আমাদের উৎসাহ প্রদান করা উচিত।

শিক্ষা উপকরণ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম তাওহীদ বলেন, আমাদের এখান থেকেই আগামী দিনের ভবিষ্যত উঠে আসবে, যারা ১০ বছর পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য সারাদেশে দাপিয়ে বেড়াবে। কারো যদি কোনো শিক্ষা সম্পর্কিত বিষয়ে কোনো সমস্যা থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বাত্মক চেষ্টা করব তাদের সহযোগিতা করার। আর যারা আমাদের কাজে সবসময় আর্থিক প্রণোদনা দিয়ে আসছেন সেই সকল প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, ছাত্র কল্যাণ পরিষদ শিক্ষার্থীদের কল্যাণে ও উচ্চশিক্ষার পথ ‍উন্মুক্ত করতে ২০১২ সালে কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করে সংগঠনটি। বর্তমানে প্রায় আড়াইশো শিক্ষার্থী সংগঠনটির সাথে বিভিন্নভাবে জড়িত রয়েছে। শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, ইফতার সামগ্রী বিতরণ, ইদ উপহার প্রদান, রক্তদান সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কাজ করে আসছে সংগঠনটি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article